বাফা'য় পুরো সপ্তাহ জুড়েই থাকে কিছু না কিছু সামাজিক কার্যক্রম। সর্ব সাধারণের প্রয়োজনার্থে বাফার স্পোর্টস ক্লাব ও জিমনেসিয়াম তো সপ্তাহের সাতদিনিই খোলা। এছাড়াও দু'সপ্তাহ পর পর বিশেষ করে রবিবারে বসে বাচ্চাদের বাংলা স্কুল। পাশাপাশি, প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত চলে বাংলা গানের স্কুল।
সর্বোপরি, বেশ আনন্দঘন ব্যস্ততায় অতিবাহিত হচ্ছে বাফার একেকটি দিন। এ পর্যন্ত প্রায় ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে বাংলা স্কুলে ও প্রায় ১২ জন অংশগ্রহণ করছে গানের স্কুলে। এমনি একটি দিনের কার্যক্রম আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি।
একটি শুক্রবারের কথাই ধরা যাক, গানের টিচার টিউলিপ দত্ত যখন ক্ষুদেদের গান শেখানোয় ব্যস্ত, তখন মায়েরা মেতে ওঠে তুমুল আড্ডায়। অন্যদিকে ক্রীড়ামোদী বাবারা নিজেদের শৈশব ফিরে পাওয়ায় মত্ত হয়ে ওঠে, হয় টেবিল টেনিস, কেরাম বোর্ড অথবা দাবা খেলায়। আবার স্বাস্থ্য সচেতন পূর্ণবয়স্ক কেউ কেউ সেড়ে নেন তাদের নিত্য নৈমিত্তিক শরীর চর্চা।
উপরে বর্ণিত কার্যক্রমগুলো বাফা'য় অংশগ্রহণকারী কেবলমাত্র আমরা এবং আমাদের সন্তানদের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের পূর্ববর্তী প্রজন্ম অর্থাৎ এই দূর পরবাসে যারা আমাদের গুরুজন, যাদের কাছে পেয়ে আমরা অনেকেই সৌভাগ্যবান সৌভাগ্যবতী, তারাও আসেন আমাদের ও আমাদের সন্তানদের উৎসাহ দিতে। আনন্দিত হন নিজেদের নাতি নাতনিদের বাংলা শিক্ষায়, বাংলাগানে আগ্রহ দেখে। গর্বিত হন এই ভেবে যে, এই দূর প্রবাসেও আমরা আমাদের শেকড়, তথা তাদের প্রদত্ত শিক্ষা ও সংস্কৃতি ধরে রাখার প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছি। তারা প্রাণ ভরে দোয়া করেন আমাদের সবাইকে।
টিউলিপ দত্তের গানের ক্লাস থেকে ছুটি পেয়েই বাচ্চারা সেরে নেয় হালকা স্ন্যাক্স, অতঃপর তারা মেতে ওঠে খেলা-ধূলায় । বাবা-মা, পিতামহ-পিতামহীরাও সান্ধ্য নাস্তা ও চায়ের কাপে ধোয়া তুলে মেতে ওঠেন সামাজিক আড্ডা ও পারস্পরিক কুশল বিনিময়ে। দিন শেষে সবাই আনন্দ চিত্তে ফিরে যান যে যার নীড়ে।
গত ২রা নভেম্বর ২০১৮ এর এরকমই একটি শুক্রবারের ৩ মিনিটের ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি। আশাকরি সবাই তা উপভোগ করবেন।
অনাবিল আনন্দে মেতে উঠতে, সবার মাঝে একটি সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখতে, আমাদের কমিউনিটির প্রত্যেককেই আমাদের স্পোর্টস ক্লাব এ অংশগ্রহণের আহব্বান জানাচ্ছি। আমাদের স্পোর্টস ক্লাব সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সপ্তাহে সাতদিনিই খোলা।
Abdullah Khan Tushar
Comentários