BAFA is a 501(c)(3) Non-profit Organization, EIN 47-5660177
Welcome To BAFA Music School
Promoting Bangladeshi culture in our society; creating a congenial environment for proper upbringing of our children; fostering philanthropy; and practicing democratic and pluralistic values in the society.
Graduation Day: Nine Students Successfully Completed Pilot Program
Class In Session: Clips of Nov 2, 2018
Class In Session: Clips
Openning Day Of Music School, Sep 2018
Graduation Day, Nov 30, 2018
Graduation Day, Nov 30, 2018 : One and Half Minute Video Clip
Music Teacher Introduction
Ms. Tulip Datta is a trained and accomplished singer who specializes in Rabindra Sangeet. She was a former Radio Artist from Khulna, Bangladesh. Ms. Datta started her singing lessons at a very early age, when she was only in her 3rd grade in school. Then on she continued with her lessons and practice for about one-and-a-half decade till she completed her Master’s degree. In this musical journey, her teachers were reputed Rabindra Sangeet teacher Mr. Sadhan Ghosh, a former Principal at Govt. B.L. College, Khulna, and Mr. Purno Chandra Mondal, teacher at Bangladesh Performing Arts (BPA), Dhaka. Academically, Ms. Datta has a Master’s degree in Economics.
সঙ্গীত-শিক্ষিকা পরিচিতি ।।
টিউলিপ দত্ত একজন প্রশিক্ষণপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। বাংলাদেশে থাকাকালীন, তিনি খুল্না থেকে বেতারশিল্পী ছিলেন। টিউলিপের সঙ্গীতচর্চার শুরু সেই শৈশবে, যখন তিনি সবেমাত্র তৃতীয় শ্রেণীর ছাত্রী। তারপর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পাঠ্যক্রম সমাপ্ত করার সময় পর্যন্ত, দীর্ঘ প্রায় দেড় দশক নিরলস সঙ্গীত শিক্ষা ও চর্চা। খুলনা সরকারী বি এল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও রবীন্দ্রসঙ্গীত শিক্ষক শ্রী সাধন ঘোষ এবং ঢাকা-র বাংলাদেশ পারফর্মিং আর্ট্স (বিপিএ) এর শ্রী পূর্ণ চন্দ্র মন্ডল এর কাছে সঙ্গীতের শিক্ষালাভ। সঙ্গীতচর্চার সাথে সাথেই টিউলিপ অর্থনীতিতে স্নাতকোত্তর উপাধি লাভ।
Class In Session: Clips
Message from Music School Program Director
Dear Friends,
Greetings!
2018 is nearing its end. Together, as a community, we had a great time and lots of fun.
This year BAFA has brought another gift for our next generation - the Bangla Music School.
Whichever place we may call our home within the global Bengali diaspora, the rich Bengali language and its cultural heritage remains the roots of our Bengali identity. As the current torchbearers of this rich heritage, it is our duty to help our next generation maintain and strengthen this deep connection to our roots. In his comment about BAFA Bangla School, fellow BAFAzen Ratan Huda wrote that, if we fail to sow the seeds of our "Bangla Bhasha" in our next generation, we'll eventually lose our Bengali cultural heritage in our home in a faraway palce from our roots. The task of sowing the seeds has been accomplished through the creation and running of our Bangla School. The natural follow-up to that would be, to provide our next generation with a platform where they can apply and hone their Bangla in a fun way. Towards that goal, BAFA has presented the community with Bangla Music School. Our children will be able immmerse themselves in Bengali cultural heritage through practice of songs and music. They can even perform the songs they'll learn in cultural events that will give immense joy to them on stage and us in the audience. Such effort can never be successful without active support from the parents and guardians. So, we thank the parents and guardians who are taking the time to bring the children to the Bangla Music School. Esteemed music teacher Tulip Dutta has extended her support by agreeing to teach at the Bangla Music School. Our sincere thanks to her too. We hope with such continued support, the Bangla Music School will grow even bigger in years to come.
On behalf of 2018 BAFA Management Committee,
প্রিয় সাথীবন্ধু ~
মিলেমিশে, অনেক মজা করে, আমরা ২০১৮ প্রায় পার হয়ে আসলাম। এই বছরে, পরবর্তী প্রজন্মের জন্য বাফা-র উপহার বাংলা মিউজিক স্কুল।
বিশ্বের যে-কোনও স্থানেই আমরা বসবাস করি না কেন, বাংলা ভাষা ও সংস্কৃতি আমাদের শিকড় - যা আমাদের বাঙালী সত্ত্বাকে পুষ্ট ও সতেজ রাখে। এই সতেজতা, শিকড়ের সাথে এই নিবিড় যোগ, পরবর্তী প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়া তাই আমাদের এক অবশ্যকর্ত্তব্য। বাফা-র বাংলা স্কুলের প্রসঙ্গে সাথীবন্ধু রতন হুদা লিখেছিলেন "বাংলা ভাষার বীজ পরবর্তী প্রজন্মের মাঝে বপণ করতে না পারলে প্রবাসে বাংলা সংস্কৃতি বলে কিছুই থাকবে না।" বাংলা স্কুলের মধ্যে দিয়ে এই বীজবপনের কাজ করা হয়েছে। এর স্বাভাবিক পরবর্তী প্রয়াস হল, ভাষাশিক্ষার পাশাপাশি, পরবর্তী প্রজন্মের সামনে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার এক সুযোগ সৃষ্টি করা। সেই উদ্দেশ্যে বাফা-র বর্তমান পরিচালন-সমিতির প্রয়াস এই বাংলা মিউজিক স্কুল। সঙ্গীতের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বাংলাভাষা শিক্ষাকে পরবর্তী প্রজন্ম আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। এই স্কুলে শিক্ষাপ্রাপ্ত সঙ্গীত তারা বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে আমাদের আনন্দ দিতে ও নিজেরাও আনন্দ নিতে পারবে। অভিভাবকদের সাহায্য ব্যতীত, এই প্রচেষ্টা সার্থক হওয়া কোনোমতেই সম্ভব নয়। তাই যেসব অভিভাবক বাচ্চাদের বাংলা মিউজিক স্কুলে নিয়ে আসছেন তাদের এই প্রশংসনীয় সহযোগিতা-কে ধন্যবাদ জানাই। সুযোগ্য সঙ্গীত-শিক্ষিকা টিউলিপ দত্ত এই বাংলা মিউজিক স্কুলে প্রশিক্ষণ দিতে রাজী হয়ে বাফা-র এই প্রয়াস কে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছেন। তাঁকেও জানাই ধন্যবাদ। আশা রাখি এইরকমভাবে, সকলের সহায়তায় আমাদের বাংলা মিউজিক স্কুল আরো পল্লবিত হয়ে উঠবে।
২০১৮ বাফা পরিচালন-সমিতির তরফ থেকে ~
তানিয়া মনির
Non-profit:
BAFA is a 501(c)(3)
Organization
Sign Up for Email Updates: